বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপি নেতা শফিউজ্জামান পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

এ সময় বক্তারা বলেন, যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাই নি। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের ছাড় দেয়া হবে না। এসময় তারা সকল হত্যাকান্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com