সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

পঞ্চগড়ের তিন উপজেলায় নির্বাচিত হয়েছেন নতুন মুখ চেয়ারম‍্যান

মো. এনামুল হক পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তিন উপজেলায় ১ম ধাপের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে পুরাতন তিন প্রার্থীই পরাজিত হয়েছেন। নতুন মুখ তিন জনই প্রথম বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। প্রথম ধাপেই নির্বাচন করে তারা চমক দেখিয়েছেন।

পঞ্চগড়ের সদর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধানের ছেলে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৮৭ ভোট। তিনি পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।

তেতুঁলিয়া উপজেলায় নিজাম উদ্দিন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৪০ ভোট। তার নিকট তম প্রতিদ্বদ্ধী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮৬৬। সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com