রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
নেএকোনা প্রতিনিধি:: নেত্রকোণায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সকাল ৯টায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের চেতনার বাতিঘরে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান লিটন, (ভিপি লিটন) জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সজল, নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।