রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হালিম হত্যায় ৪ জনের ফাঁসি

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জে’র ফতুল্লায় ইলেট্রিক মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চার জনকে ৭ বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালতে এ রায় প্রদান করা হয়। একই মামলায় ৩ জনকে বেকসুল খালাস প্রদান করেন আদালত।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী। খালাস প্রাপ্তরা হলেন, আবুল হোসেন, মেহেদী হাসান ও মোক্তার হোসেন। রায় ঘোষনার সময় এরা ৩ জনই উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে। এ হত্যাকান্ডে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আনামী সাদেক। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সাদেক পলাতক রয়েছে।

মামলার বিষেয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৭ সালের ১৭ আগষ্ট সদর উপজেলার ফতুলøা থানাধীন কাশীপুর এলাকায় বস্তাবন্দি হাত-পা বিহীন অবস্থায় আবদুল হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন এবং ফতু্ল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন আব্দুল হালিম। তথ্য,প্রমান ও সাক্ষীদের সাক্ষির ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com