রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

আবদুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক রয়েছে। গুরুত্বপূর্ন কাগজ নিয়ে পালিয়ে গেছে সে।

শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকায় রুহুল আমিনের বাড়ি থেকে নিহত মনি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনি আক্তার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার ফ্যাসন সিটি নামক রপ্তানীমুখী প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করত। নিহত মনি সিএনজি চালক রিপন মিয়ার স্ত্রী। সে ওই এলাকার রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করত।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন আবদুল আজিজ জানান, কয়েকদিন আগে স্ত্রী মনিকে হত্যার পর আইডি কার্ড, সকল ছবি ও গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পারিবারিক কারনেই এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। স্বামী রিপনকে আটকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com