সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ’র আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র অভিযানে ব্যাংক ও জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- শামীম (৩৫), রাজা মিয়া (৪৮), শ্রিকান্ত ওরুফে বাদল মল্লিক ওরুফে বাদল দাস (৫৫), মাসুদ (৪০) ও কালাম (৪২)।
র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,আটককৃতরা দেশের অন্যতম শীর্ষ পেশাদার ব্যাংক ও জুয়েলারি দোকানে সিক্রয় ডাকাত সদস্য। গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ সালে জয়পুরহাটে ব্যাংক ডাকাতি করে ১ কোটি ৯৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ওই চক্রটি। পরে লুটের মালামাল ও নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয় তারা। প্রায় এক বছর পর জামিনে মুক্ত হয়ে এ চক্রটি সবশেষ ১০ মার্চ ২০১৮ সালে নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডে হাজী আহসানউল্লাহ সুপার মার্কেটে দু’টি স্বর্নের দোকানে ৪৫৫ ভড়ি স্বর্ন ও নগদ ২ লক্ষ টাকা লুটে নেয়। তাদের পরবর্তী টার্গেট ছিল চট্রগ্রামের লাকি মার্কেট ও সিংগাপুর প্লাজায় ডাকাতি করা।
র‌্যাব আরও জানায়, ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতারে র‌্যাব তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গত ৩০ মে রাতে যাত্রবাড়ি এলকায় অভিযান চালিয়ে শামীম (৩৫), রাজা মিয়া (৪৮), শ্রিকান্ত ওরুফে বাদল মল্লিক ওরুফে বাদল দাস (৫৫), মাসুদ (৪০) ও কালাম (৪২) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com