মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::
ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় ও মূল্য তালিকা না থাকায় নারায়ণগঞ্জের ভূইঘড় এলাকায় ৫টি দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয় ব্যবসায়ীদের কাছ থেকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহজাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম সাংবাদিকদের জানান, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় পন্যের অবাধ সরবরাহ, সকল পন্যের মূল্যে স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।