বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত (২২) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের নয়ামাটি এলাকার একটি ভবনে এ ঘটনাটি ঘটে।
মৃত. রিফাত কেরানীগঞ্জ থানাধীন জাজিরা এলাকার সেলিম ওসমানের ছেলে বলে জানা যায়। মৃত. রিফাত পেশায় একজন এসি মিস্ত্রি ছিলেন।
প্রতক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে শহরের নয়ামাটি এলাকার একটি ভবনে শীততাপ নিয়ন্ত্রিত মেশিন (এসি) স্থাপনের কাজ করছিল। এসময় বিদ্যুতের তার শরীরে লাগে। পরে বিদ্যুতের ঝাঁকুনিতে সে নিচে পড়ে যায়। এতে করে তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করেন সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম।