বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বইছে সমালোচনার ঝড়!

নারায়ণগঞ্জ প্রতিনিধি::

আওয়ামী লীগ নেতা ইকবাল পারভেজের উপর হামলা ঘটনায় পুরো নারায়ণগঞ্জ জুড়ে বইছে সমালোচনার ঝড়। আড়াইহাজার পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু’র ক্যাডারদের হামলায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রচারণায় ব্যবহৃত দুইটি গাড়ি ভাংচুর করা হয়। আহতদের কিছু সংখ্যক নেতাকর্মীদের আড়াইহাজারের ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তাররা স্থানান্তর করেছেন।

এ ঘটনার পর রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলীয় সকল কার্যক্রমে আমি কাজ করে যাচ্ছি। এলাকার কাজ করে স্থানিয়দের কাছে মূল্যায়ন পাচ্ছি। আড়াইহাজারে আমার ব্যপক জনপ্রিয়তায় ঈষান্বীত হয়ে স্থানীয় এমপি বাবুর নেতৃত্বে তার ক্যাডার বাহিনী আমাদের নেতা কর্মীদের উপর অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে। তারা এ হামলায় লাঠিসোটা, রামদা, চাপাতি, হকিস্টিক ব্যবহার করেছে। এসময় আট থেকে দশটি ইউনিয়ন থেকে আগত কর্মী সমর্থকদের মারাত্মকভাবে মেরে আহত করা হয়।

এঘটনায় আহতরা হলো, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলার সাবেক চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার, বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন জয়, একুশে টেলিভিশনের রবিউল নীলাফুলা আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও রক্তাক্ত জখম হয় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার রূপ মিয়া (৬০), সফর আলী (৩৫), আড়াইহাজার উপজেলার মো. রুবেল সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com