বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ৫ ঘন্টা পর উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় এশিয়ান (বাইপাস) সড়কের রূপগঞ্জ উপজেলার কোশাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরাবোরটেক এলাকার চাঁন মিয়ার ছেলে রিকশা চালক রিপন (৩২) ও আরোহী একই এলাকার মোস্তাফা মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৩)। অভিযোগ উঠেছে ট্রাকের নিচে চাপা পড়া রিকশাচালক রিপন ও আরোহী হামিদা বেগমকে উদ্ধার করতে হাইওয়ে পুলিশের অবহেলার কারণেই ৫ ঘন্টা সময় লেগেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নরাবটেক এলাকা থেকে হামিদা বেগম ও অজ্ঞাত অপর এক আত্মীয়কে নিয়ে রিপনের রিকশায় করে ভুলতা ডাক্তার দেখাতে যাচ্ছিল। এদিকে তারা কোশাব এলাকায় আসার পর মালভর্তি ঢাকা মেট্রো-ট-১৮-৯৭১৭ ট্রাকটি টারনিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার উপর উল্টে পড়ে। এসময় রিকশাচালক রিপন ও হামিদা উভয়ে ট্রাকের নিচে পড়ে নিহত হয়। অপরজন ছিটকে দুরে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করেছে। এসময় শত শত এলাকাবাসী ছুটে আসলেও ট্রাকের নিচে চাপা পড়ে থাকা রিপন ও হামিদার লাশ উদ্ধার করতে পারেনি। তবে ঘটনার ৫ ঘন্টায়ও হাইওয়ে পুলিশ না আসায় উত্তেজিত জনতা এশিয়ান হাইওয়ের একটি বিআরটিসি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি গাড়ি ভাংচুর করে। এ ঘটনার সংবাদে ভুলতা ফাঁড়ির পুলিশ ও ভোলাব ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পড়ে হাইওয়ে পুলিশ আসলে রেকার এনে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।