বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে॥ নারায়ণগঞ্জে’র ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই আবুল কালাম নিহত হয়েছে। এসময় গাড়ি ও চালককে আটক করা হয়।

বুধবার দুপুর সোযা ১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, যানজট নিরসনের জন্য সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই আবুল কালাম আজাদ। দুপুর সোয়া ১টার সময় একটি কাভার্ড ভ্যান (নরসিংদী ১১-০০৯৩) ধাক্কা দিলে আজাদ গুরুত্বর আহত হন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com