বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কতিথ বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ নামের একজন নিহত হয়েছে।
বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল তাজ জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
র্যাব-১১’র সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র্যাবের একটি দল তাজ জুট মিলের সামনে অভিযান চালায়। এসময় র্যাবকে উদ্দেশ্যে করে মাদক বিক্রেতরা গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ফেন্সি ফরিদ নামের একজন গুলিবিদ্ধ হয়। সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ফরিদকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। একই সময় র্যাবের দুই সদস্যও আহত হন। তাদেরকেও ওই হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।
নিহত ফরিদ জেলার রূপগঞ্জ উপজেলার হাটিপারাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ প্রায় আঠারোটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। র্যাব-১১’র তালিকায় ফরিদ ছিল ১ নম্বর মাদক বিক্রেতা।