বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক আটক

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা সরবরাহ করা অবস্থায় মাদ্রাসায় শিক্ষক আবু মোসলেম উদ্দিন ওরফে ইদ্রিস মাস্টার কে আটক করেছে র‌্যাব-১১।
শুক্রবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করে তার পায়ুপথ দিয়ে বের করা হয় টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট ভর্তি ২ হাজার ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
মোসলেম উদ্দিন কক্সবাজার জেলার মহেশপুর থানার শাহপুরী দ্বীপ এলাকার একটি কওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গত এক বছর যাবত তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছেন বলে র‌্যাবের জানান।
প্রেস কনফারেন্সে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, এক সাথে আড়াই থেকে তিন হাজার পিছ ইয়াবা নিজের পায়ুপথ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ বিমানে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রতি চালানে মূল ডিলারদের কাছ থেকে তিনি বিশ হাজার টাকা করে পেয়ে থাকেন। গত এক বছরে বিশ থেকে পঁচিশবার এভাবে ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জে এনে সরবরাহ করেছেন। প্রতি মাসে তিন থেকে চারবার তিনি এভাবে ইয়াবা সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com