বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জে’র সিদ্ধিগঞ্জে ডিএন্ডডি খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯ টায় সিদ্ধিরগঞ্জ’র নয়াআটি কিসমত মার্কেট সংলগ্ন খালে ভাসমান অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল জানায়, বুধবার সাকালে খালে লাশটি ভাসতে দেখে জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন অংশে চিহ্ন দেখা গেছে। তবে ময়না তদন্ত শেষে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।