বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

নাক ডাকা থামানো বালিশ, শিশুদের ঘুম পাড়ানোর যন্ত্রের প্রদর্শনী

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: নাক ডাকা বন্ধ করতে পারে বালিশ। মালিশ করে, আঙুল কামড়ে শরীর ও মনের কষ্ট দূর করে রোবট। পরিবেশ খারাপ না করে উড়ে গন্তব্যে পৌঁছে যায় গাড়ি। আধুনিক প্রযুক্তির আরও অনেক প্রয়োজনীয় পণ্যের সমাহার ঘটেছে এক প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে চলছে কনজুমার ইলেক্ট্রনিক্স শো। সেখানে দেখা গেছে বিজ্ঞানের এসব সর্বাধুনিক উপহার।

দূষণমুক্ত উড়াল গাড়ি

এ গাড়ি থেকে কোনো কার্বন নিঃসরণ হয় না, এ গাড়ি উড়ে উড়ে চলে।

ভার্চুয়াল রোলার কোস্টার

করোনাকালে অনেক ক্ষেত্রে অফিসের কাজ, মিটিং, লেখাপড়া, পরীক্ষা, কেনাকাটা বলতে গেলে সব কাজই এখনও ভার্চুয়ালি হয়। হলে, মাঠে না গিয়ে সিনেমা, নাটক, খেলাও দেখা যায় ঘরে বসে। এ যন্ত্রে ভার্চুয়ালি রোলার কোস্টারে চড়ার আনন্দও পাওয়া যায়।

থেরাপি রোবট

এ রোবটের মুখে আঙুল দিলে সারা শরীরে এক ধরনের সুখানুভূতি ছড়িয়ে পড়ে।

প্রস্রাব পরীক্ষার স্ট্রিপ

এ পাতলা স্ট্রিপ খুব কাজের। এটা দিয়ে কোনো চিকিৎসক ছাড়া একা একাই প্রস্রাব পরীক্ষা করা যায়।

‘কৃষক’ রোবট

নাইয়ো টেকনোলজির তৈরি এ রোবটের নাম ‘ওজে’। এটি কৃষিকাজে কৃষকদের সহায়তা করতে পারে।

শিশুদের ঘুম পাড়ানোর যন্ত্র

যেসব শিশু ঘুমাতে চায় না, তাদের জন্য এ যন্ত্রটি খুব দরকারি। এটি কান্না বিশ্লেষণ করে শিশুকে ঘুম পাড়াতে পারে।

দাঁড়িয়ে কাজ করায় সহায়ক যন্ত্র

আর্কেলিস ইকোস্কেলেটন নামের এ যন্ত্র দাঁড়িয়ে কাজ করার কষ্ট অনেকটা লাঘব করে। যন্ত্রটি এমন মানুষদের কথা ভেবে তৈরি করা, যাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়।

‘শিক্ষক টুথব্রাশ’

হাম টুথ ব্রাশ নামের রিচার্জেবল স্মার্ট টুথ ব্রাশ দিয়ে নিখুঁতভাবে দাঁত মাজা যায়। কেউ ভুলভাবে ব্রাশ করলে ব্রাশই বলে দেয়, কীভাবে ব্রাশ ধরে কোন দিকে ঘষতে হবে।

নাক ডাকা নিবারক বালিশ

এ মোশন বালিশ নাক ডাকা বন্ধ করে সুখনিদ্রা নিশ্চিত করে।

বরফ-বাইক

এ মোটরবাইকের নাম মুনবাইক। এই মোটরবাইক আকাশে ওড়ে না। এটি বরফে অনায়াসে চলতে সক্ষম প্রথম বাইক।

ভাইরাস হত্যাকারী

এলওডি এয়ার নামের ইলেক্ট্রনিক্স পণ্যটি ইউভি-সি আলো জ্বালিয়ে বাতাসে ভেসে বেড়ানো সব ভইরাস হত্যা করে।

দ্রুততম ব্রাশ

এমন এক ব্রাশ, যা মাত্র ১০ সেকেন্ডে কাজ সেরে দেবে শুধু একবার সুইচ টিপলে।

আরামে গা মালিশ

আরামে গা মালিশ করে দেবে রোবট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com