শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে সচেতন নাগরিক সমাজের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। ‘দল যার যার দেশ সবার’ এই স্লোগানে অরাজনৈতিক এই সংগঠনের শুরুতেই নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা শাখা সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল(ইউএসএ) মানবাধিকার কর্মী বিএইচ সাইফুর।
উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শোভনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক জাকির হোসেন, মাসুদ হোসেন, সাইদুল ইসলাম, ঝন্টু মোল্লা, তসলিম আহমেদ চৌধুরী, শুকুর আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নবাবগঞ্জ উপজেলার প্রতিটি নাগরিকের ‘নাগরিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও ন্যায়ের পক্ষে এগিয়ে যেতে হবে। মানুষের কল্যাণে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের যে কোন বিপদে সহযোগিতা করতে সচেতন এই নাগরিক সমাজ প্রস্তুত থাকবে বলেও জানান তারা।