শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি ছাত্র সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচী পালন করা হয়।
মুক্তি ক্লিনিকের বিশেষ সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাঁদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যতে জরুরী রক্তদান কার্যক্রমে সহায়ক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ইছামতি ছাত্র সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট বলেন, “ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি সামাজিক সংগঠন হিসেবে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দুর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁডানো এবং অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী, জামিল হোসেন, মো. ফয়সাল, তুষার আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নাঈম প্রমুখ।