রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবঞ্জঃ ফিনল্যান্ড প্রবাসী মাসুদের ৪ বছরের শিশু ছেলে ইছামতি নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। শিশুটিও জম্ম সূত্রে ওই দেশে নাগরিক। ঢাকার নবাবগঞ্জে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ইছামতি নদীতে ডুবে জাইন (৪) নামে শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে নদীর ঘাটে তাঁর পায়ের জুতা দেখে সন্দেহ হলে পানিতে সবাই খোঁজাখুজি করে।
এরপর না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দ কে সংবাদ দেয়। তাঁরা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শিশুটির সন্ধান পায়নি। নিখোঁজ শিশু জাইন উপজেলার কলাকোপা ইউনিয়নের গোপালপুর গ্রামের ফিনল্যান্ড প্রবাসী মো. মাসুদের ছেলে।
স্বজনরা জানান, শিশুটির জন্ম ফিনল্যান্ডে। গত ২৪ দিন আগে তাঁর পরিবার বাংলাদেশে আসে। এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী গোয়ালনগর গ্রামে নানা মো. সেলিমের বাড়িতে বেড়াতে যায় তার পরিবার।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৪ জুলাই) তিনটার দিকে নদী পাশ্ববর্তী বাড়ির উঠানে খেলা করছিল জাইন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জাইনকে খেতে না পেয়ে খোঁজাখুজি করে। একপর্যায়ে তাঁর পায়ের জুতা নদীর পানিতে ভাসতে দেখেন তারা। পরিবারের ধারণা জাইন খালের পানিতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও নবাবগঞ্জ থানা পুলিশে খবর দেয়া হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকারী ডুবরি দল শিশুটির সন্ধান পায়নি।
এদিকে হঠাৎ এ দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের বিলাপে আশপাশে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। নদীতে ডুবে শিশু নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ঐ বাড়িতে ভীড় করে। তারা শোকাহত পরিবারের খোঁজ নেন।
সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন অফিসার আবুল খায়ের বলেন, আমরা ৩ ঘন্টায় নদীর আধা কিলোমিটার এলাকা তল্লাশি চালিয়েছি। শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল আবার চেষ্টা করা হবে।