রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ।।
“কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগানকে ধারণ করে শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ।

এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১ টায় কেক কাটা ও আলোচনা সভা মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করেছে। এছাড়া আনন্দ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কৃষক লীগ নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কৃষকের অধিকার রক্ষায় ১৯৭২ সালের এই দিনে (১৯ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক প্রকৌশলী শেখ মেহেদী হাসান স্বপন, কৃষক লীগ নেতা মো. আলিম, আফসানা রহমান, শ্রী সুভাষ বিশ্বাস, শাহজাহান মেম্বার, জীবন মেম্বার, রিমা আক্তার, মোক্তার মেম্বার, মিনি আক্তার, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম রিয়া আক্তার, আলেয়া খন্দকার, আইজউদ্দিন, সজল বর্মন, আমিনুর রহমান, মো. জসিম, জুলহাস, মহিউদ্দিন, মো. শুকুর আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com