মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

নদী রক্ষায় কঠোর পদক্ষেপ: হালদা থেকে বালু উত্তোলনে অভিযান

এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম)  প্রতিনিধি ॥
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

২ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী ও স্থানীয় এলাকাবাসী। এসময় প্রায় ৩০০ (তিনশত) ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে হালদা নদীর বেড়িবাঁধের সিসি ব্লকের পাশ থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে কৃষিজমি, বসতভিটা ও নদীর পাড় ভেঙে হালদা নদী ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে।

অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে হালদা নদী রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com