সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পরে ২ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে দুইজন শিক্ষার্থী নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে।

বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে আত্রাই নদীতে শুক্রবার দুপুর দেড়টার দিকে গোসল করতে গিয়ে শিক্ষার্থী দুইজন নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া মৃত ২জন শিক্ষার্থী হলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকার সরকার পাড়ার মোঃ বাবুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মোঃ রায়িম ইসলাম (১৭) ও একই এলাকার মোঃ নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮)।

পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সৌরভ এর মৃত্যুদেহ ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৪টায় রায়িম ইসলামের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধার কাজে খানসামা থানা পুলিশ ও খানসামা ফায়ার সার্ভিসের পাশাপাশি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com