সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

নতুন বছরে যে তারকা সন্তানদের বলিউডে অভিষেক হচ্ছে

নতুন বছরে যে তারকা সন্তানদের বলিউডে অভিষেক হচ্ছে

বিনোদন ডেস্ক:: প্রতি বছর বলিউডে নতুন মুখের আগমন ঘটে। কেউ অভিনয়শিল্পী, কেউবা পরিচালক হিসেবে পা রাখেন। তাদের অনেকে নিজ গুণে জ্বলে উঠেন, আবার অনেকে হারিয়ে যান। বলিউডের তারকা সন্তানদের দীর্ঘ একটি তালিকা রয়েছে; যারা এখনো বলিউডে পা রাখেননি। নতুন বছরে তারকা সন্তানদের অনেকে অভিনয়শিল্পী হিসেবে বলিউডে অভিষেক হবে। এমন কজন তারকা সন্তানকে নিয়ে এই প্রতিবেদন।

রাশা থাদানি: বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে এক কন্যা-পুত্র সন্তান রয়েছে। এছাড়াও তার আরো দুটি পালক কন্যা রয়েছে। পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা বলিউডে পা রাখতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করছেন রাশা। এটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ইব্রাহিম আলী খান: বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। যদিও আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘সারজামিন’। এটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইব্রাহিম। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাজল। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শানায়া কাপুর: বাবার নাম সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর। বলছি, সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুরের কথা। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন শানায়া। প্যান-ইন্ডিয়ার ‘ভ্রুষভা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হবে তার। দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল অভিনীত এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শানায়াকে। তা ছাড়া শোনা যাচ্ছে, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন শানায়া কাপুর। গত বছরের জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া। গত বছর এটি মুক্তির কথা থাকলেও তা হয়নি। তবে চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে।

আমান দেবগন: বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগন। অজয়ের সঙ্গে মাঝে মাঝে একফ্রেমে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় আমান। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া অ্যাকশন-থ্রিলার ঘরানার একটি সিনেমায় রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশার বিপরীতে অভিনয় করছেন আমান। এটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আহান পান্ডে: বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পান্ডে। তিনি পেশায় ব্যবসায়ী। তার আলানা পান্ডে ও আহান পান্ডে নামে দুই সন্তান রয়েছে। চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে এরই মধ্যে বলিউডে অভিষেক হয়েছে। এবার চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে বলিউডে পা রাখতে যাচ্ছেন। যশরাজ ফিল্মসের তত্ত্ববধায়নে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। চলতি বছরে তার বড় পর্দায় পা রাখার কথা।

তথ্যসূত্র: দি ইকোনোমিক টাইমস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com