বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল শহর সংলগ্ন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে রোববার (১১ মে) সকাল ৯টার দিকে ওই মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সরদারসহ অনেকে।

বক্তারা বলেন, জায়নামাজ বিছানোকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) আসর নামাজ পড়ার আগে সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে ওই এলাকার বাদশা সরদার গালিগালাজসহ কিল-ঘুষি মারেন। মুসল্লিরা বাধা দিলে তাদেরকেও হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দেয়া হয়। এছাড়া বাদশা সরদার মসজিদের বাইরে এসে রামদা নিয়ে অপেক্ষা করতে থাকে ইমামকে মারার জন্য। এ ঘটনায় বাদশা সরদারের যথাযথ শাস্তি দাবি করেন সবাই।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, এলাকাবাসীর পক্ষে শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী, পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, মশিয়ার রহমান, মিজান মোল্যাসহ মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com