বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

দ্বীতিয় দিনেও অচল নারায়ণগঞ্জ আন্দোলনে ছাড় পায়নি পুলিশ ও সাংবাদিক

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ :
শিক্ষার্থি নিহতের ঘটনায় দ্বীতিয় দিনেও অচল ছিলো পুরো নারায়ণগঞ্জ। ‘নো লাইসেন্স, নো রান এই স্লোগান ছিল আন্দোলনকারীদের মুখে-মুখে। যানবাহনের লাইসেন্স যাচাই-বাচাইয়ে ছাড় পায়নি মাহনগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এমপি পঙ্কজ দেবনা, পুলিশ ও সাংবাদিকরাও। আন্দোলনকারীদের একছত্র আধিপত্যে প্রশাসন ছিল দর্শকের ভূমিকায়। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত এক টাকা চলে সড়ক অবরোধ ও ঝটিকা মিছিল।
আজকের আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নো লাইসেন্স, নো রান’। অর্থাৎ লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা একের পর এৎেক জড়ো হয় চাষাড়া গোল চত্বরে। শরুতেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ-চিটাগাং রোড ও শহরের বি.বি রোড বন্ধ করে দেয়। এসময় বাস, ট্রাক,মাইক্রো বাস,প্রাইভেট কার, মোটর সাইকেলসহ সকল যানবাহনের ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। পাশাপাশি শহরে কোন যানবাহন ঢুকতে বা বের হতে দেয়া হয়নি। এমনকি পুলিশ ও সাংবাদিকদেরকেও ছাড় দেয়নি আন্দোলনকারীরা।
না খেয়ে বৃষ্টিতে ভিজে একটানা সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আন্দোলন,বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্র-ছাত্রীরা। এ আন্দোলনের দ্বীতিয় দিনে জেলার বেশীর ভাগ স্কুল কলেজের শিক্ষার্থিরা এসে যোগ দেন। এ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল অভিভাবক ও স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীরা জানায়, আমাদের নয় দফা দাবী, ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি দিতে। সেই সাথে নৌমন্ত্রী শাহাজাহান খানকে পদত্যাগ করতে হবে। তাহলেই আন্দোলন বন্ধ করা হবে। নতুবা এই আন্দোলন চলতে থাকবে।
পুলিশ জানায়, সর্ব স্তরের ছাত্র-ছাত্রীবৃন্দ শান্তিপূর্ন ভাবে আন্দোলন করেছে। যান চলাচলা বন্ধ ছিল। পরে আলোচনা সাপেক্ষে বিকালে গাড়ি চলতে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com