বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

দৌলতপুরে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২

দৌলতপুরে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গুলিসহ মঞ্জিল সর্দার (৪৩) এবং টুটুল সর্দার (২৫) নামে দু’জনকে আটক করেছে (বিজিবি)। এ সময় তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে প্রথম অভিযান চালানো হয়। এ সময় মৃত রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দারকে (৪৩) আটক করা হয়। তাঁর বাড়ির গোয়ালঘরে তল্লাশি করে একটি শর্টগান ও একটি গুলি উদ্ধার করা হয়। পরে মঞ্জিল সর্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় জয়পুর বিওপির আওতাধীন এলাকায় মঞ্জিলের ভাতিজা শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দার (২৫) এর বাড়ি তল্লাশি করে চালের ড্রামের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিদেশি পিস্তল ও শর্টগান উদ্ধার

এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাঁদের দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com