বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

দৌলতপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদকবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার, ৪৭ বিজিবির প্রাগপুর ক্যাম্প কমান্ডার মোঃ মজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী
মোঃ আশরাফুল ইসলাম (পুলক), প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ ইয়ার আলী, মোঃ সানাউল্লাহ (সেন্টু), মোঃ আব্দুল আলিম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), আহমেদ রাজু, জহুরুল হক সেন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের অন্যতম সমন্বয়ক রকি আহমেদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান মাদকের ভয়াবহতা সহ বিভিন্ন দিক উল্লেখ্য করে মাদক নিয়ন্ত্রণে সকলকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক, জিমনেসিয়াম এর উদ্বোধন করে একটি বকুল ফুলের চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com