বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

দৌলতপুরে নিরাপদ কাঁকরোল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

দৌলতপুরে নিরাপদ কাঁকরোল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে মঙ্গলবার বিকেলে (২২ জুলাই) যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ উচ্চমূল্যের সবজি উৎপাদন প্রদর্শনী (কাঁকরোল) বিষয়ে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলা কৃষি অফিস এর আয়োজন করে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এতে সহযোগিতা করে।

মাঠ দিবসে বক্তারা কাঁকরোল চাষের সম্প্রসারণ এবং এর লাভজনক দিকগুলো তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, যশোর অঞ্চল; কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া; কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, যশোর; কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার, মিরপুর, কুষ্টিয়া; কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া; এবং মোঃ রেজওয়ানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া।

দৌলতপুরে নিরাপদ কাঁকরোল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

বক্তারা নিরাপদ কাঁকরোল উৎপাদনের গুরুত্ব, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং এর বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা কৃষকদের উচ্চমূল্যের সবজি হিসেবে কাঁকরোল চাষে উৎসাহিত করেন এবং বলেন যে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কাঁকরোল উৎপাদন করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com