শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

দোহারে ‘মা’ ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সভা

দোহারে ‘মা’ ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সভা

নিজস্ব প্রতিনিধি: ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় জেলে, জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের উপস্থিতে এই সভার আয়োজন করেন মাহমুদপুর ইউনিয়নের কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম। ফাঁড়ি ইনচার্জ নূরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল আলম।

সহকারী পুলিশ সুপার বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মা ইলিশ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয়, বিনিময় আইনত দন্ডনীয় অপরাধ। এই বাইশ দিন নৌ-পলিশ সদস্যদের সতর্কতার সাথে দায়িত্বপালন করতে হবে। তিনি আরও বলেন, অভিযান চলাকালে জেলেসহ মৎস্য আহরণে নিয়োজিত শ্রমিকদের বিকল্প পেশায় নিয়োজিত হওয়া প্রয়োজন। এছাড়া মা ইলিশ রক্ষায় নিজেদের পাশাপাশি অন্যদের সচেতন করার বিকল্প নেই।

এসময় ইউপি সদস্য আবুল কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৈনট ঘাটের মাছে আড়ৎদারসহ জেলেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com