শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

দোহারে ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারে রাসেল আহসান রোমান স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় উপজেলার বাস্তা এলাকায় এই খেলার আয়োজন করেন বাস্তা যুব সমাজ।

ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদারের জ্যৈষ্ঠ পুত্র রাসেল আহসান রোমান স্মৃতি এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. রমজান আলী শিকদার। রোমানের রুহের মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে রমজান আলী বলেন, ‘রাসেল আহসান রোমান একজন ভালো মানুষ ছিলেন। তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করতে প্রতি বছরের মত এবছরও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। এতে, গ্রামের যুবকরা মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হবে।

খেলাধুলা মানুষকে ভালো পথ দেখায়। এর আগে বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুতুল।

আলী আহসান খোকন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, করম আলী মাদবর, ইউনূস পান্নু, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান তৈয়মুর রহমান তরুন, কাদের মন্ডল, আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল লাবলু, আমজাদ হোসেন আজাদ, বজলুর রহমান শিকদার, চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ। খেলায় দুটি দল অংশগ্রহণ করেন।

নাঈম একাদশ শিলাকোঠা বনাম মামুন ফ্রেন্ডস ক্লাব নতুন বান্দুরা। ফলাফলে নাঈম একাদশ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়। পরে, দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। মামুন ফ্রেন্ডস ক্লাব নতুন বান্দুরাকে রানার্সআপ হয়। দলকে ট্রফিসহ ১৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com