শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহারে মা ইলিশ ধরার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।
রোববার বিকালে থেকে সোমবার দুপুর পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। এসময় মৈনটঘাট, মেঘুলা ও বিলাশপুর থেকে ৪ জনকে আটক করে।
নৌ পুলিশ সূত্রে জানায়, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও অন্যদের সহযোগিতায় পদ্মায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জেলেকে আটক করে অর্থদন্ড দেয়া হয়। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামক ০৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় বন্ধ করে দেয়া হয়।
দোহারে পৌনে দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়ে ধ্বংস করা হয়
এ বিষয়ে দোহার উপজেলার চর কুতুবপুর পুলিশ ফাঁড়ির এস আই নুরুল আলম বলেন, নিষিদ্ধ সময়ে পদ্মায় ইলিশ ধরার অপরাধে আটককৃতদের ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় তাঁদেরকে মা ইলিশ রক্ষায় মাছ ধরতে নিষেধ করে সতর্কতা করে দেয়া হয়। পরে জব্দকৃত আনুমানিক ১ লাখ ৭৫ হাজার মিটার কারেণ্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ০৩ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি জেলেদের পদ্মায় না যেতে অনুরোধ করেন।