সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহার॥
ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গাজিকান্দায় পল্লী উন্নয়ন সমিতির ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ১০ জুলাই গভীর রাতে উপজেলার উত্তর জয়পাড়া গাজিকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। এতে ক্লাবের মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষের পক্ষে শামীম শাহেদ।
বৃহস্পতিবার ১০ জুলাই বৃষ্টির রাতে কে বা কাহারা ক্লাবঘরে অগ্নিসংযোগ করেন। এ বিষয়ে স্থানীয় ও ক্লাব প্রতিবেশী কামরুজ্জামান বলেন, আমাদের ক্লাবটি যুগের পর যুগ ধরে এলাকার সন্তানদের খেলাধুলার প্রধান মাধ্যম ছিলো, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। এলাকার প্রবীন ও বিএনপি নেতা আবুল কাশেম মাঝি বলেন আমি খেলাধুলা জানিনা তবে যথেষ্ট ভালোবাসি, এলাকার ছেলেরা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অপরাধ জনিত কাজ থেকে বিরত থাকতো এবং মাদকাসক্তের মতো অপরাধ করা থেকে বিরত থাকতো আমি এমন নাশকতার দৃষ্টান্ত মুলক বিচার দাবি করছি।
এ বিয়য়ে দোহার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, শুক্রবার ১১ জুলাই সকালে ক্লাবের দরজা খোলা দেখে ক্লাবের ভিতরে গিয়ে দেখি ক্লাবের কাগজপত্র, কেরাম বোর্ড এক জায়গা রেখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্র্বৃত্তরা। পল্লী উন্নয়ন সমিতির ক্লাবের বর্তমান পরিচালক রাজু লস্কর ও এসকে আজিজুল ইসলাম জানান, এই ক্লাবটি আমাদের সমাজের যুব সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি।
এ ধরনের দুর্ঘটনা আমাদের জন্য অনেক ক্ষতি হলো। ক্ষয়ক্ষতির পরিমান একটি রঙ্গিন টেলিভিশন, ৫ টি দলের খেলোয়াড়দের (জার্সি) পোশাক ও খেলার সরঞ্জামাদী, ৭৫ বৎসরের বিজয়ী স্মৃতি পদক, মূল্যবান দলীল পত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং এসআই সজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে এসআই সজীব জানান ক্লাব কর্তৃপক্ষের আভ্যন্তরিন দন্দ্বে প্রাথমিক তথ্য পেয়েছি। লিখিত অভিযোগ পেলে এবং সন্দেহ ভাজন কাউকে সনাক্ত হলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।