বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহারঃ ঢাকার দোহার উপজেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তা তাশিনুর রহমানকে বিদাযী সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
রবিবার ২০ জুলাই দোহার উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তা তাশিনুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। তিনি দোহার উপজেলায় ২ বছর ৩ মাস ৪ দিন আন্তরিক ও নৈতিকতার সাথে তার দায়িত্ব পালন করেন।
গত ২০২৩ সালের ১৬ এপ্রিল দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন, এবং রবিবার ২০ জুলাই দোহার উপজেলা তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। তিনি দোহারে ২ বছর ৩ মাস ৪ দিন খুবই আন্তরিক ও মেধা, প্রজ্ঞা নৈতিকতার সাথে তার দায়িত্ব পালন করেন।
জানা গেছে, সোমবার ২১ জুলাই নারায়নগঞ্জের সদর উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি চাপাই নবাবগঞ্জের ভোলা হাট, শিবগঞ্জ ও সর্বশেষ দোহার উপজেলায় কর্মরত ছিলেন। তাশিনুর রহমান কর্মস্থলে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা ও একজন মানবিক মানুষ ছিলেন।
এ বিষয়ে নির্বাচন অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীরা সদ্য নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচন কর্মকর্ত তাশিনুর রহমান এর চলে যাওয়ায় প্রশংসা করে বলেন,স্যার একজন ভালো মানুষ ছিলেন এবং নির্বাচন অফিসে দায়িত্ব পালন কালে কিভাবে নির্বাচন কমিশনের মত গুরুত্বপূর্ণ জনসেবা দিতে হয় তাহা শিখিয়ে গেছেন।