বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি:: দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। রোববার (১৪ জানুয়ারী) এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার এ জেলায় তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলায় সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসের তীব্রতা আরও বাড়তে থাকে। এরসঙ্গে নতুন মাত্রা যোগ করে ঘন কুয়াশা। দুপুর পর্যন্ত সূর্যেরও দেখা পাওয়া যায় না। যতটুকু সূর্যের দেখা মিলে তাও তাপহীন।
আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ বইছে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলায়। হিমেল হাওয়া বইছে, অনুভূত হচ্ছে কনকনে শীত। এ কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তারা এই শীতে আর বাইরে বের হতে পারছেন না। স্বাভাবিক জীবনযাপনও বাধার মুখে পড়েছে।
এদিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।