শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
গত সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাসুম সরকারের সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখলে হলে আমাদের বিজয়ের বিকল্প নেই।
এমপি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন একটি গুরুত্ব পূর্ণ নির্বাচন এই নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হলে দেশের সম্পদ লুটপাট করার মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধি ধ্বংস করে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করবে স্বাধীনতার পরাজিত শক্তিরা। তাই আগামী নির্বাচনে যাতে কোন ভাবে স্বাধীনতার পরাজিত শক্তিরা জয়লাভ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীসহ ভোটারদের প্রতি আহবান জানান এমপি। সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ রেজানুল হক চৌধুরী সোভন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান যথাক্রমে, লাবলু, রাজেন্দ্র নাথ প্রমুখ।