শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

দুবাইয়ে উড়াল দিয়েছেন হিরো আলম

বিনোদন ডেস্ক, একুশের কন্ঠঃ চলতি বছরের শুরুতে দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের দোকান উদ্বোধন করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম, ফের তিনি আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে দুবাইয়ে উড়াল দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে হিরো আলম জানান, আগামী ২৬ নভেম্বর আরাভ খান ‘মোবাইল পয়েন্ট’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন তিনি। ঠিকানা- সাবকা বাসস্ট্যান্ডের বিপরীতে আরবাজ সেন্টারে দেরা দুবাই।

এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। কারণ আরাভের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com