শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে দিনাজপুর-১ আসনে ৪ জন প্রার্থীর প্রত্যাহার ও ৬ জন প্রতিদ্বিন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এরা হলেন- আব্দুল হক (ওয়ার্কাাস পাটি), মোহাম্মদ তোফাজ্জল হোসেন-(বিএনপি)- অটো প্রত্যাহার, মোঃ মাহাবুব আলম (জাতীয় পাটি) অটো প্রত্যাহার ও মোঃ মনজুরুল ইসলাম (বিএনপি)- অটো প্রত্যাহার।
অপরদিকে, যে ৬জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন তারা হলেন- আওয়ামীলীগের (নৌকা প্রতীক নিয়ে) মনোরঞ্জন শীল গোপাল এমপি, জামায়াত নেতা বীরগঞ্জ পৌর মেয়র (ধানের শীষ প্রতীক নিয়ে) মাওঃ মোঃ হানিফ, জাতীয় পাটির (লাঙ্গল প্রতীক নিয়ে) মোঃ শাহিনুর ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফুল আলম, জাগপার আরিফুল ইসলাম ও বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মনজুরউল করিম।