শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দাদি নাতনি নিহত

SAMSUNG CAMERA PICTURES

এন.আই.মিলন, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদি নাতনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। এসময় ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-গড়েয়া রোডের নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ী নামক স্থানে আজ বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টায় বীরগঞ্জ থেকে গড়েয়াগামী ট্রাক-ঢাকা মেট্রো-ট ১৬-১০৭৪ নং গাড়িটি বীরগঞ্জগামী মটরসাইকেলে ধাক্কা দিলে মটরসাইকেল রাস্তায় পড়ে যায়। ট্রাকটি মটরসাইকেল যাত্রীদের উপরদিয়ে চালিয়ে পালিয়ে যায়।

এ সময় মটরসাইকেলের যাত্রী একই ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আ: রশিদের স্ত্রী জহুরা বেগম(৫০) ও নাতনী শিশু শ্রেনীর ছাত্রী জহুরুল ইসলামের কন্যা জুই আক্তার (৫) ঘটনাস্থলেই নিহত হয়।

মটরসাইকেল চালক মৃত আ: রশিদের পুত্র সজিব (১৪) ও জহুরুল ইসলামের কন্যা জান্নাতুন(৭) আহত হয়।

এলাকাবাসি দ্রুত আহতদের বীরগঞ্জ হাসপাতালে প্রেরন করে। অপরদিকে ট্রাকটি পালানো কালে গোলাপগঞ্জ বাজার অতিক্রম করলে মরিচা ইউনিয়ন পরিষদের সামনে জনগন আটক করে। এসময় ট্রাকের চালক জগো ও হেলপার পালিয়ে যায়। জানা গেছে, ট্রাকটি দিনাজপুর শহরের শেলু মিয়ার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদের দেহ রাস্তায় পড়ে রয়েছে এবং সড়ক অবরোধ চলছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com