বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে গেটম্যান নেই। রেলক্রসিংয়ে নামানো ছিল না সিগনাল বার। ৬-৭ জন যাত্রী নিয়ে রেললাইনে উঠে পড়ে মাইক্রোবাস। এসময় ট্রেনের ধাক্কায় প্রাণ যায় তিনজনের।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি পরিমল কুমার রায় জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে আসা ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ঘোড়াঘাট এলাকা পার হচ্ছিল। ট্রেনটি রেলগুমটি এলাকায় এলে একটি মাইক্রোবাস রেললাইনে উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনজন।
মাইক্রোবাসে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্য যাত্রীরা আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশা ও রেলক্রসিংয়ের সিগনাল বার নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, ‘গেটম্যান সে সময় কোথায় ছিলেন তা এখনও জানা যায়নি।’