শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

দারুণ সময় পার করছেন শবনম বুবলী

বিনোদন ডেস্কঃ অভিনয় ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শবনম বুবলী। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। দেশে তার অভিনীত কমপক্ষে হাফ ডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে তিনি কলকাতার একটি ছবির কাজও শেষ করেছেন। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। এবার ছবিটির টিজার এলো প্রকাশ্যে।

গত শনিবার বিকালে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টিজারটি প্রকাশ করা হয়, যেখানে বুবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস ও রজতাভ দত্তকে। শ্বেতা চরিত্রে অভিনয় করা বুবলীকে এখানে দেখা গেছে ভিন্ন রূপে। রাশেদ রাহা পরিচালিত এ ছবিটিতে বুবলীর উপস্থিতির প্রশংসা করছেন দর্শক।

এদিকে ঈদে আরেকটি ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। ছবির নাম ‘দেয়ালের দেশ’। মিশুক মনির পরিচালিত সরকারি অনুদানের এ ছবিটি ঈদেই মুক্তি পাচ্ছে। ছবিতে বুবলীর নায়ক শরিফুল রাজ। এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘দেয়ালের দেশ’। বাংলাদেশ পরিচালক ও প্রদর্শক সমিতিতে ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধনও করা হয়েছে। বুবলী বলেন, দেশে হোক অথবা কলকাতায়। ভালো কাজের সঙ্গে আসলে থাকতে চাই। এর বিকল্প নেই। তাই সব ভুলে কেবল কাজে মনোযোগ দিয়েছি। এ বছর আমার বেশ কিছু ভালো ছবি মুক্তি পাবে, দর্শকও সেগুলো পছন্দ করবেন বলেই বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com