শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রশাসনের নির্দেশ অমান্য করে ক্ষমতার দাপটে অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খনন করছেন নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। জমির শ্রেণী পরিবর্তণের নীতিমালা না মেনে ৩৮ বিঘা জমিতে এ পুকুর খনন চলছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ওই পুকুর খনন বন্ধ করলেও রাতের আধারে একাধিক বেকো দিয়ে পুকুরে মাটি কাটা হচ্ছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামে মহাসড়কের পাশে বিশাল এলাকাজুড়ে পুকুর খনন চলছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিষলুটি গ্রামের মতিয়ার রহমানের ৩৮ বিঘা জমি পুকুর করার জন্য বেছে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে পুকুর খনন করা হলে আশপাশের সকল জমির চাষাবাদ বন্ধ হয়ে যাবে। আমাদের বাধ্য হয়ে সকলকেই পুকুর খননের পথ বেছে নিতে হবে। চেয়ারম্যান মিজানুর রহমান মজনু প্রভাব খাটিয়ে কোন নীয়ম নীতির তোয়াক্কা না করেই পুকুর খনন করছেন। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার পুকুর খননে নিষেধাজ্ঞা দিলেও রাতের আঁধারে গোপনে চলছে এই পুকুর খনন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ করেছিলেন। বিষয়টি ইউএনও মহদোয়কে জানালে তিনি তাৎক্ষণিক পুকুর খনন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, এখানে পুকুর করলে শত শত বিঘা জমির আবাদ নষ্ট হয়ে যাবে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, ওই জমি খাল ও ডোবা উল্লেখ করে বলেন, আমি অনুমোদন নিয়েই পুকুর খনন করবো। বর্তমানে সেখানে পুকুর খনন হচ্ছে না বলেও দাবী করেন তিনি।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, মহিষলুটিতে চেয়ারম্যানের ওই পুকুরটি খনন বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি পুকুর খনন অব্যাহত রাখতে নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন। তবে কোনক্রমেই ফসলী জমি নষ্ট করে পুকুর খনন করতে দেয়া হবে না।