শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ঢাকা ও সিলেটে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যুও ঠিক করে ফেলেছে।

বোর্ড সূত্র জানা গেছে, টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা ও সিলেটকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্ট হবে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি। এত বড় টুর্নামেন্ট হওয়ায় ওই দুটি ভেন্যুর মাঠ নতুন করে সংস্কারের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে বিকেএসপি।

অবশ্য বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরও করবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে কাজে দেবে এই সিরিজ। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। মার্চের ১৭ তারিখে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাট শেষ হওয়ার কথা ৪ এপ্রিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com