শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ঢাকায় এসে পুলিশ সাজলেন কলকাতার কৌশানী

বিনোদন ডেস্ক ॥ ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। ঢাকায় এসেই পুলিশ সাজলেন এই অভিনেত্রী। তবে সবকিছু করছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার জন্য। কারণ সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন মোস্তÍফিজুর রহমান মানিক।

বুধবার ৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান কৌশানী। সেখানে ফুল দিয়ে শুভেচছা জানান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এরপর একটি পাঁচতারকা হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বিকালে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন কৌশানী।
গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্ত হন মাহিয়া মাহি। শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয়ও করেন। একদিন পর ফের কাজ শুররার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কেননা এরই মধ্যে মাহি জানতে পারেন, সিনেমাটিত পরীমণির অভিনয় করার কথা ছিল। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি আত্মসম্মানে আঘাত করায় সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা।

প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এতে মাহির চরিত্র ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটিত আরো অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com