বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ১২ আগস্ট।
মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১২ আগস্ট থেকে বিতরণ করা হবে প্রার্থিতার মনোনয়নপত্র। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট। আপিল ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজাসহ অন্য রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানে স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ২৪ ঘণ্টা টহল ও নজরদারি করছে প্রক্টোরিয়াল টিম।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।