শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সার্কেল রেজাউল হক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রেজাউল হক ঠাকুরগাঁও-কে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন।

গত মঙ্গলবার জেলার আইন শৃংখলার উন্নয়নে পর্যালোচনায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মো. রেজাউল হকের নিকট সম্মাননা স্মারক তুলে দেন।

রেজাউল হক ৩৪তম বিসিএসএ বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন। তিনি ঠাকুরগাঁও জেলায় ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর যোগদান করেন। যোগদানের পর তিনি মাদক, চোরাচালানসহ আইন শৃংখলা উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন।

সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল, মো. রেজাউল হক জানান, আমি সার্কেলে যোগদানের প্রায় ০৬ মাস হচ্ছে। যোগদানের পর এ সার্কেলের অধীন রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা এলাকায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসল রহস্য উদঘাটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করতে পেরেছি এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি, আগামীতেও দিব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com