রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ২৫০ জন নারীদের মাঝে চেক বিতরণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি॥
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদে ঠাকুরগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থা এর আয়োজনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”এর আওতায় ৫টি ট্রেডের ২৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে ভাতার চেক বিতরণ করা হয়েছে।(২৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা
জেলা জাতীয় মহিলা সংস্থা এর কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার ঠাকুরগাঁও জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, সদর উপজেলা সমন্বয়কারী রাশিকা বেগমসহ অন্যান্যরা।

অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা বলেন বর্তমান সরকার নারী বান্ধবীর একটি সরকার।এ সরকার প্রত্যেক নারীদের কথা ভাবে কেউ যেন ঘরে না বসে থাকে।উদ্যোক্তা তৈরি হয়ে যেন নিজের স্বাবলম্বী হতে পারে।সেই সাথে তিনি আরো বলেন যে সকল নারীরা এখন পর্যন্ত ঘরে বসে রয়েছেন তারা সকলেই কাজে লেগে পড়ুন।নিজে উদ্যোক্তা হয়ে গড়ে উঠুন।

এ সময় সদর উপজেলার ৫ টি ট্রেডের ২৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন অংঙ্কে প্রায় ৩০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com