শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:: মানবিক সহায়তার কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দুস্থ, গরীব ও অসহায়দের জন্য ৩০০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মোট ৩ হাজার তালিকাভুক্ত পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন এর নির্দেশনায় এ ভি জি এফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়নের নারী ও পুরুষ সদস্য এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তি সহ অন্যান্যরা।
ইউপি চেয়ারম্যান লিটন জানান, চাল বিতরণ সুষ্ঠুভাবে করতে প্রত্যেকটি ওয়ার্ডে হতদরিদ্র ও কর্মহীন মানুষের নামের তালিকা তৈরি করা হয়। সে অনুযায়ী চাল বিতরণ করা হলো।
চাল বিতরণ কার্যক্রম শেষে ইউনিয়নের আরও ২০০ জন অসহায় দুস্থ পরিবারের সদস্যদের মাঝে চেয়ারম্যান এর নিজ অর্থায়নে আরো দশ কেজি করে চাল দেয়া হয়।