বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে তুলকালাম: ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা, ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে শনিবার (১২ জুলাই) রাতে এক বিক্ষুব্ধ হামলায় শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং একজন কর্মী আহত হন।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু হয় দুপুর আড়াইটায় এবং শেষ হয় বিকেল ৫টায়।এরপর থেকেই শুরু হয় উত্তেজনা। সভাপতি পদের ফলাফলে মাত্র দুই ভোটের ব্যবধানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জেলা বিএনপির নেতারা সম্মেলনস্থলে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দীর্ঘক্ষণ ধরে ফলাফলের দায়িত্বে থাকা নেতারা সাহস করে ফল ঘোষণা করতে পারছিলেন না। পরে রাত ৮টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ভোটকেন্দ্রে এসে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণা শেষে ফিরে যাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার দিকে চেয়ার ছুড়ে মারেন এবং তার গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করেন। গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী ও অন্যদের সহায়তায় কোনোমতে ঘটনাস্থল থেকে সরে যান মির্জা ফয়সল আমিন।

হামলার সময় উত্তেজিত কর্মীদের থামাতে গিয়ে উজ্জ্বল নামের এক বিএনপি কর্মী আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর কলেজ ভবনের তৃতীয় তলা থেকে নামার সময় আকস্মিকভাবে এ ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়িতে থাকা রাশেদ আলী বলেন, “ভাইকে কোনোমতে রক্ষা করেছি। রাতে আলো কম থাকায় হামলাকারীদের ঠিকমতো চেনা সম্ভব হয়নি।”

সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি, ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com