বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফারহাতুন নাহার প্যারিসসহ অন্যান্যরা।

এসময় দলটি নেতাকর্মীরা জানান, কয়েক বছর থেকে অতীতের সরকার বিএনপি নেতাকর্মীর উপর হাজারো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে নেতাদের খুন করেছে গুম করেছে। অবৈধভাবে ক্ষমতা চালিয়েছে। তাদের পেটোয়াবাহিনী দিয়ে দিনরাত অত্যাচার করেছে। এই অত্যাচারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিএনপি একটি শান্তিপূর্ণ দল এরা কখনো মানুষের উপর অত্যাচার করে না। এখন নতুন একটি নাটক শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে মানুষকে অন্য কিছু বোঝাতে চাইছে। অতীতেও যেমন হিন্দু মুসলিম একসাথে থাকতো এখনো ঠিক সেটাই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com