সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নারীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে নারীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে:: ঠাকুরগাঁওয়ে ২০২৪-২৫ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলা ভিত্তিক ১ দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাল্টিপারপাস ভবনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিস শাহীন আকতার, গার্ল গাইডের রংপুর অঞ্চল কমিশনার ফরিদা ইয়াসমিন, ঠাকুরগাঁও জেলা কমিশনার রহিমা চৌধুরী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর বেগম চৌধুরী’ স্থানীয় কমিশনার মনোয়ারা বেগমসহ অন্যান্যরা।

সেখানে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

জেলা কমিশনার রহিমা চৌধুরীর সভাপতিতে কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন গাল গার্ডের রংপুর অঞ্চলের ট্রেইনার তানিয়া আমিন ও সুমাইয়া তাবাসসুম। সেখানে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com