বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেন, সাবেক স্বৈরাচারী সরকার শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। শত শত নেতাকর্মীদের খুন করেছে, গুম করেছে যাদের হিসাব এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতে পারেনি‌। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি তিনি শুধু তার কথাই চিন্তা করতেন অন্যজনেরটা কখনো মাথায় নিতেন না।

স্বাধীন বাংলাদেশের মানুষকে কথা বলতে দেননি। সেই সাথে প্রশাসনের লোক দিয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। কেউ কোন কথা বলতে পারেনি প্রশাসনের ভয়ে। তিনি আরো বলেন, দেশের সকল সংখ্যালঘুদের পাশে তারা সব সময় আছে এবং থাকবে। কেউ যেন সংখ্যালঘু ভাইদের উপর কোন আঘাত আনতে না পারে সে দিকটা সকলের খেয়াল রাখতে হবে। সংখ্যালঘুদের দিয়ে আর রাজনীতি করতে দেওয়া হবে না তারা এদেশের নাগরিক।

বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাঈফী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসাসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com